নীরব কান্না

নীরব কান্না
জাফর রেজা 
আমি কখনও কারও আপন হতে পারিনি
হতে পারিনি কারও প্রার্থিত জন,
পাইনি কোমল হাতের  বাধন,  
একাকীত্ব  বহন করি নীরবে। 
কেউ শুনেনা  গাছের এক একটি পাতা
ঝরে যাওয়ার শব্দ,
কেউ দেয়নি এক ফোটা জল,
জল শূন্য গাছটি একসময় হবে পাতাহীন 
এক বৃক্ষ, তারপর শুধু দাঁড়িয়ে থাকা 
একটুকরো কাঠ ;
একদিন নিঃশব্দে কেঁটে নিয়ে যাবে কেউ  একজন
শুনবেনা কেউ তার নীরব আর্তনাদ।