নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: জাপানি রাষ্ট্রদূত

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে নির্বাচন নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে পছন্দ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সরকারি সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত হওয়ার পর এক সাংবাদিক এ বিষয়ে জাপানের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বুধবার টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে সাম্প্রতিক বৈঠকের বিষয়ে জাপান দূতাবাসে সাংবাদিকদের ব্রিফিংকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সম্পর্ক বিস্তৃত অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। কৌশলগত অংশীদারিত্ব মানে শুধু রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নয়।

মঙ্গলবার টোকিও থেকে ফিরে রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক ‘লাভজনক’ সহযোগিতা থাকা উচিত।

তিনি আরও বলেন, দুই দেশ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে জাপানের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক মিল রয়েছে।

ইওয়ামা কিমিনোরি এই মন্তব্য করেছিলেন ব্রিফিংয়ের সময় যখন একজন সাংবাদিক গত বছরের নভেম্বরে পূর্ববর্তী জাপানি রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয় উল্লেখ করেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে শেখ হাসিনা গত ২৬ এপ্রিল জাপানে সরকারি সফর করেন এবং একটি শীর্ষ বৈঠক করেন।

টোকিওতে শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভবিষ্যতের সম্ভাবনার কথা স্বীকার করে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত আলোচনা শুরুকে স্বাগত জানান। আগামী ৫০ বছর ও তার ওপরে দু'দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার পথপ্রদর্শক নীতি হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।