নির্মল কুমার প্রধান এর গুচ্ছ কবিতা

নির্মল কুমার প্রধান এর গুচ্ছ কবিতা

কবিতা --১

          // কুয়াশা //

কুয়াশা ভেজা শীতের প্রহর 

ঢেকেছে সারা প্রকৃতিকে ---

তার ইচ্ছে -তরীটা ভোরের ঘাটে থামতেই

সোনালি রোদ্দুরে উধাও কোথায় সে , 

মাঠ জুড়ে তার শিশ্ রে পদচিহ্ন 

কিছু মুক্তো ঝরা অব্যক্ত কথা 

আর মৃদুমন্দ হিমেল হাওয়া ঝরা নিঃশ্বাস।

কুয়াশার চাদর জড়ানো প্রকৃতিকে

ভালোবেসে আমি বলেছি মরমের কথা ---

কু-আশার কুয়াশায় সম্পৃক্ত আমি -বড় বিপন্ন !

জানি না , কু-আশার জাল সরাতে

তার ফাঁদ-ফাঁস থেকে রেহাই পেতে উপায় কি ? 

আমি -টাই আমার চোরাবালি , মরু আলেয়া , 

আমার হৃদয়-মনে জড়িয়ে আছে 

কু-আশার ঘন আস্তরণ -- দুর্দৈব মায়া !

কবিতা --২

        // বৈকালিক //

পটদীপ-এর কোমল সুরের আবহ

দোল খাচ্ছিল আকাশে বাতাসে , মাটিতে 

দিনের অনুবাত ঢালে নেমে আসা সূর্যটা

ক্লান্ত -বিবর্ণ মুখ দেখছিল

অঙ্গার লাল গঙ্গার ভাঁটি -আয়নায় , 

ঝাঁউয়ের সারি নত - নম্র , বিশ্রাম চায় । 

পথ হাঁটা পথিকের মন ছিল উচাটন ---

না ইচ্ছের সাম্পানটা সবে ভাসছে , 

রোদ পড়ে আসা সময়টা

ধরছিল বিকেল ফুরানোর একক ভাটিয়ালি , 

আর ওই যে --কাকভোরে বেরোনো পাখিটা

দলছুট হ'য়ে যেন পথ হারায় কোথাও , 

আবার অনেকে খোঁজ পায়

ফেলে আসা নীড়ের , ঠিক ঠিকানার । 

রঙের কাঁটাটা তখন পুরবীর দিকে

মনটা অনাবৃত ভাবনায় এলোমেলো গান ধরে , 

দিগন্ত জানান দেয় আবছায়া হাসিতে --

এবার যে ফিরতে হবে --- ওদিকেই , 

যেখানে বিকেলটাও গিয়ে থামবে ।

পরিচিতিঃ

কবি–নির্মল কুমার প্রধান । জন্ম– ১৯/০৭/১৯৬১। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা থানার বরদাপুর গ্রামে জন্ম। পিতা — ঁ সুধীরচন্দ্র এবং মাতা– ঁরসনাবালা। শিক্ষকতার সাথে সাথে লেখায় নিজেকে নিয়োজিত রাখেন। বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন।