নিঃশব্দে চলে যাবে

নিঃশব্দে চলে যাবে

- ডাঃ সুভাষ চন্দ্র সরকার। 

আবার এলে তুমি -------

হেমন্তের হিমেল হাওয়ায় ;

দিনের শেষে পড়ন্ত বেলায় 

নীল সাগরের বালু চরে,

দেখা হলো কথা হলো না

সাক্ষী রইল সাগরের ঢেউ গুলি ;

না বলাকথা গুলো রইলো মনে,। 

আজও গুমরে মরে। 

প্রথম বসন্তের অবক্ত কথা গুলো 

এমনি ভাবে নিঃশব্দে কাঁদে;

রয়ে যাবে মনের গভীরে, 

দূর থেকে শুধু চোখাচোখি ----

আবার কখনো আসবে তুমি 

কোন মিলন উৎসবে, 

দেখা হবে; কথা হবে না

মনের বসন্ত এমনি ভাবে একদিন 

চলে যাবে নিঃশব্দে।