নড়াইলে নিউমোনিয়া আক্রান্ত শতাধিক শিশু হাসপাতালে ভর্তি

বাংলাভাষী ডেস্কঃঃ

নড়াইলে হঠাৎ করে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক-নার্সরা হিমশিম খাচ্ছেন। নড়াইল আধুনিক সদর হাসপাতালে শিশু শয্যার সংখ্যা ২২ টি। তবে এখন পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত শতাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। গত ২ মাস ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় শিশুদের নিউমোনিয়া রোগ বৃদ্ধি পাওয়ায় এত বেশি সংখ্যক রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

রোগীর স্বজনরা জানিয়েছেন, বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় আমাদের ঠাঁই হয়েছে। সুস্থ হতে এসে আরো অসুস্থ হয়ে পড়েছি। হাসপাতালে শিশু শয্যা সংখ্যা বাড়ানোর দাবি জানান তারা।

এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান সেতু জানান, শিশুদের নিউমোনিয়া পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক-নার্সরা আন্তরিকভাবে সেবা প্রদান করে যাচ্ছেন। তিনি জানান।

এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, বেশ কিছুদিন ধরে হাসপাতালে নিউমোনিয়ার রোগী অনেক বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে শীত পড়তে শুরু করায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।