পিতার অদৃশ্য শক্তি

পিতার অদৃশ্য শক্তি

বিপ্লব সাহা

আমি বায়ান্ন দেখিনি, 

কিন্তু প্রতিদিন ঘুম থেকেই শুনি 

গাছের ডালে বসা স্বাধীনচেতা 

পাখিদের কলকাকলির অপার মুগ্ধতা। 

আমি বাষট্টির শিক্ষা আন্দোলন দেখিনি 

কিন্তু দেখেছি শরতের খোলা আকাশে 

পাখিদের অবিরাম গতিময় ছুটে চলার হৃদস্প্দন।

আমি ছেষট্টির ছয়দফা দেখিনি, 

কিন্তু দেখেছি প্রকৃতির উন্মুক্ত মহাসম্মিলনে

পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার জীব বৈচিত্র্য রক্ষার

সুমহান দলীল। 

আমি ঊনসত্তরের গণ অভুত্থান দেখিনি, 

কিন্তু দেখেছি একটি পাখির মৃত্যুতে শতপাখির জড়ো হওয়া।

আমি সত্তরের নির্বাচন দেখিনি, 

কিন্তু দেখেছি সকল পাখির দানাবাধা বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। 

আমি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি, 

কিন্তু দেখেছি ভোরের আকাশে জোটবদ্ধভাবে 

স্বাধীনতাকামী হাজারো পাখিদের সংগ্রামী তেজস্ক্রিয়তা। 

আমি পঁচাত্তর দেখিনি,

কিন্তু দেখেছি ভোরের আকাশে 

প্রাণ চঞ্চল পাখিদের স্তব্ধ করে দিয়ে

শিকারী হায়েনার নিদারুণ ভয়াল তান্ডবলীলা। 

              আমি একবার দেখি

              আমি বারবার দেখি,

              একটি পাখিই আবার সকল পাখিদের

প্রতিটি শোক থেকে কিভাবে সম্মোহনী শক্তি জোগায়। 

যেমনিভাবে আমাদের 

খোকা হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

অনন্তকাল ধরে পিতার আসনে অদৃশ্য শক্তি হয়ে

স্বজনহারা সমগ্র জাতীকে শোক হতে মহাশক্তিতে

চেতনায় মুক্তির মশাল জ্বালিয়ে পথহারাদের বারবার পথ দেখায়।