পান্থশালা

জেবুন্নেছা জেবু 

জীবনের এই পান্থ শালায় আমি 

খুব বেশী কিছুই কখনো চাইনি,

তবুও একখন্ড রোদ্র কিংবা  

শীতল হিমেল স্নিগ্ধ পরশ কভু মিলেনি,

নিয়তি দিয়েছে রুক্ষ সুক্ষ এক আবেগহীন বটবৃক্ষ

যার তলে ছায়া পাওয়া যায় সুখীজীবন সেথায় নির্বাসিত।

পারিনি নীতির বাহিরে গিয়ে

 দূনীর্তির ধারে সুখ খুজঁতে ,

আমার বিবেক আমাকে দাড়িঁয়ে রাখে 

এক মহা আদর্শের পাহাড় করে,

শত শত আহবান দুমড়ে মুচড়ে  

আমি একা ঠাঁই দাড়িঁয়ে রই,

আমার একাকি নির্জন 

নির্বাসিত জীবনে সবটাই অভিনয়।

সুখের অভিনয়ে বড্ড ক্লান্ত এই মন  

মাঝে মাঝে একটা খোলা আকাশ চায়,

যে আকাশে অনায়াসে উড়া যায় 

  সব গহীনের কথা ব‍্যক্ত করা যায়।

  চাইলেই সব পায় না সম্মানিত জীবন  

সীমা রেখায় আকেঁ অদৃশ‍্য শেকল,

যার কিছু নেই সেই সুখী  

স্বাধীন সত্তায় তারা গড়ে নিজের ভুবন।।