পিঁপড়ের উপনিবেশ

পিঁপড়ের উপনিবেশ

 রফিকুল ইসলাম 

ছিঁচকে চোরও জানে আজ

দ্রব্যমূল্যের কত দাম 

পিঁপড়ের উপনিবেশ সঞ্চয় করে 

চুপিসারে শীতকালীন শতবর্ষী গুদাম। 

পাথরযুগে আঁধার কাঁধে করে একদিন

এলো কাস্তে-কুড়াল শ্রমিকের মুষ্টিবদ্ধ হাত,

এক হাতে ফসলের বীজ, 

অন্য হাতে নাঙ্গলের ফলা, দু'মুঠো ভাত। 

কঠিন কর্ষণে ধূসর পৃথিবী সবুজ হলো,  

অতঃপর সুচতুর পশুরা নেমে এলো

চর্বণে চর্বণে খেলো সবুজ ফসলের নির্যাস,

রাতের মতো নির্লিপ্ত নিকষ প্রত্যাশা এলো 

এলো সভ্যতার অভিলাষ।

আজ সবুজের বুকে চলে শোষণের চাষাবাদ 

সভ্যতার স্তুপে পড়ে আছে 

অর্ধাহারে কারো আধমরা লাশ। 

আকাশ দিগন্ত জুড়ে চিলেদের আধিবাস 

জ্বালানীবিহীন উপরে উড়ছে দ্রব্যমূল্যের গতি 

বাঁধাহীন, বিরতীহীন, শুধুই দূরাভাস।