প্রবাসী ও কান্না

প্রবাসী ও কান্না

মনিরুল হক মৃধা মো।

বউ ঘরে কেঁদে মরে নেই প্রিয় পাশে 

শিত যায় একা-একা নিন্দুকে হাসে,

হাসার ই কথা ভাই কপাল মন্দ

চারিপাশে খুশি দেখে লাগে দ্বন্ধ।

এ মধুর দ্বন্ধতে মিয়া বিবি খুশি 

তাই ভাই নিন্দুকে মারি দুটো ঘুষি,

বাজে কথা বলে লোকে দেখেনা দুঃখ

ভালো থাকা শুধু মনে এটাই মুখ্য।

পৃথিবীতে সুখ পাখি দুষ্কর তাহা 

মনে লয় উড়ে যাই যদি হতো পাখা,

পাখা ভাই আছে হৃদে মিলি রোজ রাতে 

এ বাসার নেই শেষ সুখ নিতি সাথে। 

এটাই ত শান্তনা আর বড় কিসে! 

পরবাসি এই মন ভরা রয় বিষে,

দেশে যারা আছো ভাই জানি থাক সুখে

ব্যথাভরা এই হৃদ রাত কাটে দুখে।

কেউ কী জেনেছো কভু কেন কাঁদে কবি! 

কেন তার হৃদে ক্ষত কী সে ক্ষত ছবি, 

অঝোরে ঝরে রক্ত তার প্রিয় নামে 

মন দিয়ে কেনে সুখ সে মনের দামে।

হার কভু মানেনা কো ভব সংসারে

দুইদীল টুটে ভাই দুইদীল হারে, 

তবুও সুখ বিলায় জীবনের মোড়ে

ক্লান্ত পথিক শেষে পথে রয় পড়ে।

কেউ শুধায়না তারে এই কী মৃধা

আহারে বেচারা ভাই ছিল বড় সিধা! 

কারোর ক্ষতিই ভাই করে নিক জানি 

নিশ্চয় লোকে কয় বড় সম্মানি।

নিজে তাই বড় নই তুমি বল যদি 

তবেই ত আমি বড় বাঁঁচবে এ গদি,

সম্মানি হতে হলে পথে চল নুয়ে

ভালোবাসা তবে হয় যদি বাসো দুয়ে।