প্রবাসীর গল্প

প্রবাসীর গল্প


  শাহারা খান 
   
তোমায় রেখে চাইনি আসতে,
বারেবারে কেঁদেছে মন।
চোখের পানিতে শার্ট ভিজেছে,
ভীষন্ন ছিল যাত্রার প্রতিক্ষণ।

বারেবারে ফিরে চেয়েছি,
যত দূরে দৃষ্টি যায়,
আমার স্নেহময়ী মায়ের মুখটি,
আবার দেখতে মন চায়।

ব্যাকুল হৃদয়ের আকুল আকুতি,
তোমার কোলে ফিরে যাই আবার।
কাছে বসে মধুর সুরের,
বাবা ডাক শুনি বারবার।

শূন্য হৃদয়ে ফিরে এলাম,
প্রবাস নামক কারাগারে।
দুচোখে ঘুম আসেনা মাগো,
তোমার মুখখানি মনে পড়ে।

অসুখে কাতর দেহখানি তোমার,
পারিনি সেবা করতে।
জীবিকার তাগিদে পাষাণ হলাম,
সংসারের হাল ধরতে।

কাজে কামে মন বসেনা মাগো,
তোমার ছবি চোখে ভাসে।
পারিনি নিজেকে রাখতে ধরে,
যখন তোমার মৃত্যু খবর আসে।

চিৎকার করে বুক ফাটিয়েছি,
হবেনা তোমার সাথে আর দেখা।
প্রবাস নামক কারাগারে আমি,
তুমি থাকবে মাটির ঘরে একা।

আমার মায়ের অন্ধকার ঘরে,
দিওগো খোদা রওশন।
সকল গোনাহ মাফ করে তার,
জান্নাতে দিও চিরস্হায়ী আসন।