প্রেম

প্রেম

গোলাম রববানী

প্রেম এলো,

অনেক প্রতীক্ষিত প্রেম!

বঙ্গোপসাগরের উত্তর পাশে বদ্বীপগ্রামে;

প্রেম এলো বসন্ত হাওয়ায়-

নীলম আকাশে- 

ফাগুনও পূর্ণিমার ভরা জ্যোৎস্নায়! 

শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুটে লালে লালে প্রেমনেশার।

আদিগন্ত জুড়ে-

গোলাপ ফুলের সুতনু আনন্দ ধরার,

আনন্দমুখর দিনে গ্লোবাল গ্রাম্যলোকে থ্রিলকাঁপায়!

সিক্তভেজা দূর্বাঘাসও এতোটুকু পুড়ে যেতে চায়-

বাতাস বিদারে

কাটিয়ে খরা পূর্ণ প্রেমের জোয়ার।

ভরা যৌবন তটিণী-র তরঙ্গিত বানের মতন

আকাশ ফেটে আজ 

ফাগুন লাগে রক্তপ্রাণ অন্তর;

আতসি হিমমাঝে

 চাতক পাখির আকুলতা অফুরান-

ছেড়ে আসা স্বর্গচ্যুত প্রেম অ্যাডাম পিক শ্রীলঙ্কার।

যেখানে বিস্মৃত প্রেমে ঝরে গেছে

হাওয়ার পবন,

সেখানে এসিড বৃষ্টি নামে 

নাম তার ভালোবাসার।

প্রেম এলো,

অনেক প্রতীক্ষিত প্রেম!

ঘরে-বাইরে 

ভ্যালেন্টাইন্স ডে নামে প্রেমের অনল হয়ে।