প্রেম বোঝেনা ধর্ম

প্রেম বোঝেনা ধর্ম
মোঃ অাশরাফুল ইসলাম (নয়ন)
মুসলিম ঘরে জন্ম অামার,
হিন্দু ঘরে জন্ম তোমার,
বাঁধবো কেমনে অামরা ঘর,
ভালোবেসে তবুও যেনো মোরা পর,
সমাজের মানুষ অনেক বেশী নিষ্ঠুর।
অামরা গড়ি যদি সংসার বাঁধি যদি ঘর,
ঘৃণার চোখে দেখবে এই সমাজ জীবনভর।
কোনো একদিন শুনবো না অামি অার,
তোমার গলার ঐ মধুর কন্ঠস্বর,
হয়তো একদিন সাজাবে তুমি অন্যের ঘর।
হিন্দু তুমি তবুও পড়েছি প্রেমে তোমার,
মুসলিম অামি বলেছি তোমায় অনেক বার,
তবুও ভালোবেসে শীতল করেছো হৃদয় অামার,
ওগো কুমারী তুমি দেবীর মতো সুন্দর। 
তোমার যদি হতো মুসলমানের ঘর,
তবে এমনি করে কাছা-কাছি থাকতাম জীবনভর,
এ জীবনে হতাম না কোনোদিনি মোরা পর,
বাঁধতাম মোরা সুখের ঘর।
থাকবে কতো দিন জানিনা অন্তরে অন্তর,
সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি তুমি অনেক বেশী সুন্দর