পরিযায়ীর গোষ্ঠ

পরিযায়ীর গোষ্ঠ

বিশ্বজিৎ মণ্ডল

প্রতিদিন এভাবেই অনিন্দ্য বৃষ্টি ভিজে হেঁটে গেছি

                                            নিঃসঙ্গ কাকতাড়ুয়া

হঠাৎ গান থামিয়ে কোন বৈষ্ণবী জিজ্ঞেস করেনি

আমার উদাসীন গন্তব্যের কথা

তবু আমি,আমরা হাঁটতে থাকি___শূন্যের পরিযায়ী...

এরপর কোলাহল থেমে গেলে,নেমে এসো_____

অভিজাত পয়গম্বর

যুযুধানে আঁকা দেহময় উল্কিতে খুঁজে নিও___

আমাদের আদমজাত অন্ধকার