প্রেরণার স্মরলিপি

প্রেরণার স্মরলিপি


শেখঃ জয়নুল আলম

কলমের তীক্ষ্ণতায় তাঁর তেজস্বী কাব্যের লড়াই , 
ভাবনার রঙিন আবডালে নেই বিন্দুমাত্র বড়াই । 
প্রকৃতির সাথে সখ্যতায় তাঁর অবাধ উৎফুল্লতা,   
স্নিগ্ধ মায়ার হাসির হিল্লোলে ছন্দের চঞ্চলতা! 

প্রেমের বিন্যাসে সর্বদা তাঁর সুচিন্তিত উপন্যাস,  
গল্পের ভাঁজে লুকিয়ে রাখা রোমাঞ্চকর পূর্বাভাস! 
বৃষ্টি রিমঝিম আর শ্রাবণের নীরদ নীলে চিন্তার প্রগাঢ়তা,  
রিনিঝিনি ভালোবাসা তাঁর হৃদয়ে বাজে অসময়ে অগত্যা!  

কাশবনের হিল্লোল তুলে কবিতায় সেতারের সুর, 
শুভ্র আবেগে প্রথাবদ্ধ সমাজের উপহাস বহুদুর। 
ধ্রুপদ সঙ্গীত বেজে চলে তাঁর  প্রতিভায় অহর্নিষ, 
হিসেবের পৃষ্ঠায় শিরোনাম আঁকা দ্বায়িত্বের কড়া অহর্ষ। 
বিবেকের বদ্ধ খিড়কি খুঁজে তোমার কলমের কুঞ্জি, 
হৃদয়ের তেজস্বী পত্রে লিখো ঈপ্সিত বোধের পুঞ্জি।

বিবেকের মন্দিরে সজ্জিত তাঁর প্রতিবাদী পূজোর ফুল , 
শৈশবের আবেগ ফিরে পেতে হৃদয় যে বড্ড ব্যাকুল।  
দুঃখীদের কষ্ট  ধারণে তিনি এক জ্বলন্ত পাণ্ডুলিপি,  
বাংলার নারীর সাহসী গীতে তিনিই প্রেরণার স্মরলিপি।