প্রলেপ খুঁজি, প্রেমের মলম

প্রলেপ খুঁজি, প্রেমের মলম

আমিনা তাবাসসুম

রাত বেড়ে যায়। সঙ্গে ক্ষত। মূল্যহীন--

এমন ভাবেই যে যার মতো সুখ খোঁজে

বালিশ জানে কান্না কত গোমরাহী

পানা পুকুর আজ ডুবে যায় সহজেই।

সবাই ভাবি ক্ষতের মাঝে একলা চে'

সুখ নাকি হয় মরীচিকা ! অঙ্গনে

প্রলেপ খুঁজি প্রেমের মলম সঙ্কোচেই

বুকের ভেতর আটকে রাখা আস্তিনে।

বৃষ্টিতে চোখ ধুয়ে দিলে ব্যর্থতা

শক্ত শেকড় আঁকড়ে ধরে গাছটাকে।

কান্নাগুলো বিবাদ ভুলে একলা থাক

ব্ল্যাক রো'তে বসেছে ভাগ কলঙ্কের।

শব্দগুলো এখন কেবল চাপরাশি

অতীত মাঝে আটকে থাকে স্মৃতিরা

সবার কাছে কষ্টরা হয় অপুষ্টির

রেশ থেকে যায় অল্প হলেও অপেরার।