প্রহসন

প্রহসন

- জেবুন্নেছা 
     
চলছে--
নিত্য সব লোক দেখানো বিজ্ঞাপন প্রহসন ...
ছেলেমেয়েদের নানা অভিনয় কৌশলে প্রেমের ধরন , বাড়ছে মনের  দহন  
শেষে করে আত্মহনন , অসভ্যতায় 
চলছে  চারদিকে চরিত্রের অধঃপতন। 

সর্বত্র--
অস্থিরতা প্রতিযোগিতায় বাড়ছে
মানসিক রোগী ...জীবনের সব ক্ষেত্রেই এখন 
বেড়ে গেছে নোংরামী , 
বিয়ে নামে সামাজিকতার  
আড়ালে চলে নব নব প্রেম খেলা ...
নামে মাত্র বিয়ের নিত্য নাটকে ভরপুর জীবনের  মেলা । 

ভালোবাসা--
হীন সংসারে আসে অবহেলিত নিষ্পাপ  নবজাতক...বড় হয় শিশু অনাদরে  গেমস আর মোবাইল হয় ঘাতক , অধিক পুস্তকে জর্জরিত খেলাধুলা হীন শিশুর একাকী পৃথিবী ...
 
চোখ মেলে--
দেখে সকলের চোখ মোবাইল স্ক্রিনে  বনদী 
হতাশ  আমি সমগ্রই দেখি নোংরা লোভ কামনা,  বাসনার দাবী আমি খুঁজি 
ব্যাকুল চিত্তে কোথাও নেই কোন সততার  বানী । 

এসো--
আগের মতো হই সৎ পথে চলি মিছে প্রহসন না করি !  ওরা বলে  আমার এসব বলাই নাকি সেকেলে পাগলামী , 
তাই  আছি নিশ্চুপ  তোমাদের  আসরে  বেমানান পথিক আমি ।   

মূলতঃ--
পরখ  করে দেখি কোথায় আছে লোভহীন মানুষ দামী , 
ভবে দেখি খুবই কম জন আছে স্বার্থহীন ত্যাগী গুণী , ওরা আছে বলেই  আজো 
আমরা  কিছু বলিতে পারি ...
বন্ধ  করো  হে মানুষ  লোভী ভোগী  
স্বার্থান্বেষী জটিল খেলা ..

সবার--
শেষ গন্তব্য ভেবে দেখো অন্যায়ে শান্তি  পাবে না .. ইচ্ছে  করলেই  ফিরে  পেতে  পারো গড়তে পারো সুন্দর ভুবন , 
পাবে পূণ্যতায় শান্তিময় পবিত্র 
নির্মল বিশুদ্ধ সুখী জীবন ॥