প্রিয় সুন্দরবন

প্রিয় সুন্দরবন

     গোলাম কবির 

 

   কখনো মনে হয়, যেনো পৃথিবীর

   সব আলো নিভে গেলো এইমাত্রই, 

   হয়তোবা এটাই জীবনের শেষ দেখা আলো! 

   আর দেখা হবে না আমাদের 

   হিজল গাছের নীচে অথবা নদীতীরে বসে

   মনোরম সূর্যাস্ত , হবে না আর কথা

  মৌনতায় কানে কানে, কোনো এক

  আবেগঘন মূহুর্তে সলাজ হেসে বলবো না

  আর ভালবাসি, ভালবাসি তোমাকে।

 

  তখনো হয়তোবা এমনই সকাল হবে,

  শিশিরের নরম ছোঁয়া পেয়ে মাঠের

  দূর্বাঘাস গুলো সতেজ হয়ে উঠবে,

  চিত্রাহরিণের শিশুরা ছুটোছুটি করে

  সুন্দরবনকে মাতিয়ে রাখবে, 

  পশুর নদীর জল এসে ভাসিয়ে দেবে

  আশেপাশের ম্যানগ্রোভ ফরেষ্ট। 

  কুমির'মা তার ছানা গুলোকে সাথে নিয়ে

  নদীর তীরে শুয়ে আলসে সময় কাটাবে

  রোদ পোহাতে পোহাতে, বাওয়ালীরা 

  এসে সুন্দরী, গেওয়া ও কেওড়া ফুলের মধু

  সংগ্রহের জন্য জীবনবাজী রেখে

  সুন্দরবনের গভীরে প্রবেশ করবে 

  গাজী কালুর দোহাই বলতে বলতে। 

  শুধু আমিই চলে যাবো এইসব মোহনীয়

  দৃশ্য গুলোর মায়া কাটিয়ে অনন্তের পথে!

  অথচ আমিও একদিন সুন্দরবন দেখবো

  বলে কতোকিছু ভেবে রেখেছিলাম!

  হয়তো আর হলো না দেখা প্রিয় সুন্দরবন!