পৌষের ছবি


ডাঃ সুভাষ চন্দ্র সরকার। 


পৌষে মাঠ ভরে যায় ; হলুদ সরসে ফুলে, 
মৌমাছি আর প্রজাপতি আসে দলে দলে। 
নানা রঙের ফুলের মেলা; বন- বাগিচায়, 
শহর - গ্রামের পৌষ মেলায় বাউলেরা গান গায়।

সূর্য মামা মুখ ঢাকে; ঘন কুয়াশায়, 
রাত হয়নি শেষ ভেবে ; পাখিরা থাকে বাসায়।
চাল গুড়িয়ে পিঠ ভাজে; গাঁয়ের বধূরা,
লেপ জড়িয়ে থাকে ; অলস মরদ রা।

ভোরের বেলা করিম চাঁচা ; আসে দুয়ারে, 
বাঁক কাঁধে হেলেদুলে ; নলেন গুড়ের ভারে,
সান্তাক্লোজের কেক আর; নলেন গুড়ের মোয়া, 
এই পৌষে যীশুর জন্ম ; সবাই কে করে দোয়া।

চড়ুই ভাতির মজায় জমে; আট থেকে আশি,
যতই শীত থাক না কেন ; পৌষ ভালোবাসি।।