ফাইনালে মেসিকেই সমর্থন করছেন রোনালদো

বাংলাভাষী ডেস্কঃঃ

আধুনিক ফুটবলে অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনে থাকাকালীন রিয়াল-বার্সার লড়াইয়ে দুজনের দ্বৈরথ জমত বেশ। ব্যালন ডি’অরের স্টেজও দু’জন শেয়ার করেছেন দীর্ঘদিন। ভক্তদের মধ্যে দুজনকে নিয়ে বিভক্ত থাকলেও আজ যেন সবকিছু এক বিন্দুতে মিলেছে।

কাতার বিশ্বকাপের ফাইনালে আজ (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ফ্রান্স। এই ম্যাচে আর্জেন্টিনাকেই সমর্থন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণটা কী?

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়, ফাইনালে মেসিকে সমর্থন করছেন রোনালদো। এর পেছনে রয়েছে রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। যার বাড়ি আবার আর্জেন্টিনায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যেখানে রোনালদো বলছেন, ‘অনেকেই হয়তো জানেন না, জর্জিনার আর্জেন্টিনা এবং স্পেন দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে। তাই আমি আর্জেন্টিনাকে ভালোবাসি।’