ফাগুনের বার্তা

ফাগুনের বার্তা


ফারজানা আফরোজ

ওহে,
হিমেল হাওয়া কি বয়ে গেল-
পেয়েছো কি শীতের বারতা?
ঝরাপাতায় হল যেন বিষাদ গাঁথা,
রিক্ত প্রকৃতি সাজিল বিবর্ণ সাজ৷
লাউয়ের ডগায় জমেছে শিশির-
বুনো ফুল ফুটে আছে লতায়
এখানে যেন থমকে গেছে সময়
প্রান ফিরে পাবে বিদায় বেলায়।

ওরে ওরে, আমার মন মেতেছে
শিরীষ,পলাশ,শিমুল,অশোক ফুটিবে বসন্তে ;
আম্রমুকুল,মাধবীলতার গন্ধে,
সুরভিত হবে ক্ষণ।
বসন্ত ওই এলো বনে বনে
বরণ করিব যে মালা গেঁথে-
কোকিল গাহিবে গান

ফাগুন যে এনে দেবে রং
রঙে রঙে রাঙিল আকাশ
প্রজাপতি উড়িবে ফুলে ফুলে
হারিয়ে যাব মাতাল হাওয়ায়।
স্বপ্নরা ভাসিবে চোখের কোণে
ভরিয়ে দেবে ফাগুন এসে।

আমি চাই নে,চাই নে,চাই নে
শীতের কাঁপন ধরা কুয়াশাচ্ছন্ন বেলা
কিংবা শুকনো পাতা ঝরা ফুলের খেলা।
অথবা রিক্ত করা কোন বিষাদ সুর।

হে নূতন
ফাগুন বেলায় দেখা দিবে-
নতুন কোন শূভক্ষণ
রিক্ততার বক্ষ ভেদি
আপনারে করিবো উন্মোচন।