ফাতেমা জান্নাত হেনার কবিতাদ্বয়

ফাতেমা জান্নাত হেনার কবিতাদ্বয়

ফুল কেন ফুটে

তুমি কি জান পাখি কেন ডাকে? তোমার ঘুম ভাংগাতে। তুমি কি জান ফুল কেন ফুটে? 

তুমি দেখবে বলে। 

তুমি কি জান আকাশ কেন কাদে? তোমার মন খারাপ বলে। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন? 

তুমি খুব ভাল বলে। তুমি কি জান তুমি এত ভালো কেন? 

তুমি আমার প্রাণের চেয়ে বন্ধু বলে।

অলস দুপুর

আমার শীতের মেঠো পথে তুমি,

আমারি ছিটানো নিষ্পাপ শিশির.

আমার গোধুলির আকাশে তুমি,

আমারি রাঙানো রক্তিম আবির

আমার জোসনার সোনালী আলোয় তুমি,

আমারি বাজানো বাশির সুর.

আমার গ্রীষ্মের তীব্রতায় তুমি,

ভালবাসার ক্লান্ত অলস দুপুর।