ফারদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে: র‍্যাব

ফারদিন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে: র‍্যাব

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সদর দপ্তরের মুখপাত্র (মিডিয়া পরিচালক) কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, ফারদিনকে কেউ হত্যা করেনি সে নিজের ইচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। আমরা ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি সেগুলো বিশ্লেষণ করে কাজ করা হচ্ছে এবং এ ঘটনার তদন্তকারী কর্মকর্তাকে আমরা বিভিন্ন আলামত দিয়েছি। তিনি ফাইনাল তদন্ত যখন দিবেন যখন তখন এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, আমরা প্রাথমিক তদন্তে ফারদিনের মৃত্যু সংক্রান্তে যেসব গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পেয়েছি সেগুলোই গণমাধ্যমকে বলছি। তবে সে হত্যা হয়নি স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিয়েছে।

উল্লেখ্য, এই ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার (১২ ডিসেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

নিখোঁজের তিন দিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান চিকিৎসকরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এই ঘটনার রহস্য উন্মোচন করতে কাজ করে। এই হত্যাকাণ্ডের ঘটনা দেশ ব্যাপী আলোচিত হয়। পরে এই ঘটনার রহস্য উন্মোচন করে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় পুলিশের এলিট ফোর্স র‍্যাব।