ফ্রান্সকে এগিয়ে রাখবে অভিজ্ঞতা: দ্রগবা

বাংলাভাষী ডেস্কঃঃ

দুই দল, এক ট্রফি। কার ঘরে যাবে সোনার হরিণ- ফ্রান্স নাকি আর্জেন্টিনার? বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে প্রশ্ন এখন একটাই। জবাব পাওয়া যাবে আগামী রবিবার (১৮ ডিসেম্বর) দুই মহাদেশের দুই পরাশক্তির লড়াই শেষে। আপাতত দিদিয়ের দ্রগবা বলে রাখলেন, ফাইনালে ফ্রান্সকে এগিয়ে রাখবে অভিজ্ঞতা।

বিশ্বমঞ্চে ফাইনালে উঠা দুই দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা বিবেচনা করলে এগিয়ে থাকবেন আর্জেন্টাইনরা। তাই দ্রগবার মন্তব্য সারাংশ শুনে ভ্রু কুঁচকাতেই পারেন ফুটবলপ্রেমীরা। তবে বিস্তারিত জানলে সাবেক আইভরি কোস্ট স্ট্রাইকারের সঙ্গে সহমত জানাবেন অনেকেই।

বিবিসিকে দ্রগবা বলেন, ‘ফ্রান্সের ৪ বছর আগে ফাইনালে উঠার এবং বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। তারা জানে যে কীভাবে চাপ সামলে নিতে হয়, তারা সেখানে ছিল কিন্তু (কাতার বিশ্বকাপে) অনেক নতুন খেলোয়াড় আছে যাদের জন্য এটা নতুন কিছু হবে।’

চেলসির সাবেক তারকা ফুটবলার আরও বলেন, ‘লিওনেল মেসির বিপক্ষেও হয়তো প্রথমবারের মতো তাদের কেউ খেলবে। চাপ তো থাকবেই। তবে ফ্রান্সের এই দলটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক, বিশেষ করে তাদের কোচ দিদিয়ের দেশম। তারা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে চায়।’