বিএনপির সমাবেশ: মোবাইল নেটওয়ার্ক নেই সিলেটে

বিএনপির সমাবেশ: মোবাইল নেটওয়ার্ক নেই সিলেটে

বাংলাভাষী ডেস্কঃঃ

শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক নেই সিলেটে। ফলে সিলেট মহানগর জুড়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ে অস্বস্থিতে পড়েছেন সাধারণ লোকজন। এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শুধু বিএনপির সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে এ সমস্যা দেখা দিয়েছিল।

সকালে বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলের উদ্দেশে মিছিল নিয়ে আসা বিএনপি নেতা-কর্মীরা জানান, ‘আমাদের মিছিল লাইভ করার ইচ্ছা থাকলেও নেটওয়ার্ক না পাওয়ায় সেটি করা সম্ভব হয়নি। এমনকি মিছিলের কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সম্ভব হয়নি।

বিএনপির সমাবেশকে ঘিরে আলীয়া মাদ্রাসা মাঠে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমসহ অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত হয়েছেন। গণমাধ্যম কর্মীরা জানান, সকাল থেকে অফিসের চাপ থাকলেও নেটওয়ার্ক না থাকার কারণে ছবিসহ লাইভ ধারণ করা সম্ভব হচ্ছে না।

আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার দিকে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু করে দলটি।