বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

বাংলাভাষী ডেস্কঃঃ

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দীর্ঘ ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।

এ ছাড়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক ক্ষুদে বার্তাতে বিষয়টি নিশ্চিত করা হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম গণমাধ্যমকে বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন।

উল্লেখ্য, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত আছেন।

ভোর ৬টায় আগুনের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী একযোগে কাজ করে।

তিন কারণে আগুনে নেভাতে দেরি: ফায়ার সার্ভিস

পানির অভাব, প্রচণ্ড বাতাস ও উৎসুক জনতা এই তিন কারণে আগুন নেভাতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর শোয়া ১টায় অধিদপ্তরের প্রবেশ গেটে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৯ সালে এই মার্কেটকে ঝুকিপূর্ণ ঘোষণা করি আমরা। এর পরে ১০ বার নোটিশ দেওয়া হয়েছে। তারা আমলে নেয়নি।