বৃটেনের রাণীর জন্মদিনে প্রশান্ত দত্ত পুরকায়স্থ BEM সম্মাননায় ভূষিত

বৃটেনের রাণীর জন্মদিনে প্রশান্ত দত্ত পুরকায়স্থ BEM সম্মাননায় ভূষিত

 বাংলাভাষী ডেস্ক 

সিলেট জেলার ওসমানী নগরের কৃতি সন্তান প্রশান্ত দত্ত পুরকায়স্হ , BHA (UK) চেয়ারম্যান, বৃটেনের রাণীর জন্ম দিনে BEM (British Empire Medal) সম্মাননা লাভ করেন। দুই সন্তানের জনক প্রশান্ত দত্ত পুরকায়স্হ দীর্ঘ একত্রিশ বছর ধরে HMRC তে সিভিল সার্ভিস ও ৩০ বছরের অধিক সময় জনসেবায় নিয়োজিত আছেন । তিনি শেরপুর আজাদ বক্ত হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা ও সিলেটের এম,সি ইণ্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তির্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে বি,এ অনার্স এবং মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করেন ।
তিনি বালাগন্জ উপজেলার পশ্চিম পৈলানপুর ইউনিয়নে চান্দপুর গ্রামের শহীদ পরিবারে স্বর্গীয় যতীন্দ্র দত্ত পুরকায়স্হের কনিষ্ট পুত্র ।১৯৮৬ইং ষ্টুডেণ্ট ভিসায় লণ্ডনে এসে স্থায়ীভাবে বসবাসের সুযোগ লাভ করেন ।

দেশ, মাটি, মানুষ ও শিখরের সাথে সম্পৃক্ত থেকে, বাংলা ভাষা ও সংস্কৃতির পূজারী প্রশান্ত পুরকায়স্হ বৃটেনের বহুজাতিক সমাজে জাতীয় পরিচয় সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ২০০১ সালে সহকর্মীদের নিয়ে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ,কে প্রতিষ্ঠিা করেন। একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন – সনাতন এসোসিয়েশন, সিভিল সার্ভিস ইন্টারফেইথ, ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই ইন দ্যা ইউ, কে, এম, সি ও সরকারী কলেজ রিইউনিয়ন কমিটি ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিরলসভাব কাজ করে যাচ্ছেন।

করোনাকালীন মহামারীতে সারা বিশ্ব যখন বিপর্যস্ত তখন প্রশান্ত পুরকায়স্হ এসোসিয়েশনের সদস্যদেরকে নিয়ে দুস্হ ও পীড়িতের সেবায় আত্মনিয়োগ করেন। সুদীর্ঘ চার মাস ব্যাক্তিগত জনসংযোগ ও Zoom প্রোগ্রামে এন, এইচ, এস ডক্টর এবং অভিজ্ঞ ব্যাক্তিবর্গের মাধ্যমে বৃহত্তর জনগোষ্টিকে শারীরিক ও মানসিক স্বাস্হ্যবিধি রক্ষার পরামর্শ দেন । একই সময় অর্থ সংগ্রহ করে বৃটেনে ও বাংলাদেশের গ্রামান্চলে দুস্হ মানুষকে সাহায্য করেন। এরই ফলশ্রুতিতে সমাজসেবক প্রশান্ত দত্ত পুরকায়স্হ রাণীর জন্মদিনে BEM খেতাবে ভূষিত হন ।
প্রশান্ত পুরকায়স্হ বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ, কে এর মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ ও মানবতার সেবা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তার আশা বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন হোক বন্ধুত্ব, সৌহার্দ্য, জনসেবা ও স্বদেশ প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। মানবতার সেবায় আত্মনিবেদিত প্রাণ প্রশান্ত পুরকায়স্হ সুধীজনের সহযোগীতা ও আশীর্বাদ প্রার্থী।