বেদনা চাই বেশি করে

বেদনা চাই বেশি করে

রিতুনুর 

আমার বেদনাগুলো আকাশ ছোঁয়া

তবু সুখের মতোই মনে হয়!

ইচ্ছে হয় বেশি বেশি, 

বেদনা উপভোগ করি।

এই পৃথিবীতে কে কাকে,

মনের মতো করে সুখ,

এনে দিতে পেরেছে বল....

এতো অনাচার অবিচার 

নষ্ট ন্যূজ মানুষ এই সমাজের।

চিন্তা চেতনায় সচ্ছ 

কতোজন আছে

কার কাছে সুখের আশা করবে। 

সুখ সুখ করে কেঁদে কেঁদে সুখকে 

ধরে রাখার চেষ্টা একেবারে বৃথা

সুখ বেশিদিন কারো কাছে স্থায়ী নয়,

অশ্রু হয়ে ধুলোয় লুটিয়ে পড়ে

সব সুখ একদিন।

তাইতো আমার বুকের উঠোনে,

জমা করা বেদনা নিয়ে,

মরুর বুকে যাই।

ঢালি এক পৃথিবী অশ্রু মরুর বুকে 

চিকচিক বালু তাই চুষে খায়।

আমি রাতের আঁধারে বেদনাদের সাথে 

খুনসুটি বাঁধিয়ে ঘুমিয়ে পড়ি, 

স্বপ্নরা এসে আমার

বেদনাগুলোকে উষ্ণতায় রাখে,

সুখ এসে আমায় তখন হাত ছানিতে ডাকে।

আমি সুখ নয় আকাশ ছোঁয়া বেদনা চাই।

জীবনের রঙ্গমঞ্চে খেলেছি 

কতো হাডুডু খেলা,

অকালে ভাসিয়ে দিয়ে ভেলা তবু জিততে পারিনি আমি বেদনার কাছে হারিনি।।