বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঢাকা সুপার মার্কেটে আগুন

বাংলাভাষী ডেস্কঃঃ

রাজধানীর ঢাকা সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিসের সদস্যের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণকারী দমকল বাহিনীর সদস্যরা জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।

নিউমার্কেটের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের পাশাপাশি সহযোগিতা করছে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এই বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সব সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নির্বাপনের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।