বিপৎসীমার ওপরে সুরমা নদীর পানি

বাংলাভাষী ডেস্ক::

সিলেটে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেনি। আজ সোমবার সকাল ছয়টা থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অবস্থা প্রায় অপরিবর্তিত ছিল।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, পানি বাড়লেও বন্যার আশঙ্কা তেমন নেই।

পাউবো সূত্রে জানা গেছে, সিলেটে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সোমবার সকাল থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার। সেখানে রোববার সন্ধ্যা ছয়টায় ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আজ সকাল ছয়টায় নদীর ওই পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১২ দশমিক ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বেলা তিনটায় সেটি কিছুটা কমে ১২ দশমিক ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তবে নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার নিচে রয়েছে। সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ছয়টায় সে পয়েন্টে পানি ৯ দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ছয়টায় সেটি কিছুটা বেড়ে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। বেলা তিনটায় পানি আরও কিছুটা বাড়ে। তখন পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮৩ সেন্টিমিটার।

এ ছাড়া কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টেও পানি বেড়েছে। নদীর ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। গতকাল সন্ধ্যা ছয়টায় পানি ১২ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ বেলা তিনটায় সে পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। সেখানে আজ দুপুরে ৮ দশমিক ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে রোববার সন্ধ্যায় ১২ দশমিক ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও সোমবার দুপুরে তা বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে সোমবার বেলা তিনটায় পানি বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট পাউবোর প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আজ থেকে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি কমে আসবে। তবে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও বন্যার আশঙ্কা কম বলে জানিয়েছেন তিনি।