বাবা

বাবা


দেলোয়ার হোসেন সজীব 

বাবা তুমি অজানা বিস্ময়
ইবাদতে মগ্ন কোটি হৃদয়,
দোয়াতে চেয়ে নেই ভালো
দূরে থাকুক সব কালো।।

বটবৃক্ষ হয়ে ছায়া দাও
ছাতা হয়ে রৌদ্র সরাও,
তীব্র ঠান্ডায় উষ্ণতা ছড়াও
বাবা তুমি ভালোবাসা নাও।।

শত কষ্ট করে সংসারে
অন্ন জোটাও সবার তরে,
চাওয়া পাওয়া নেই তোমার?
স্বার্থহীন তুমি বড্ড চমৎকার।

মলাটে জরাজীর্ণ শার্ট
পুরাতন রঙচটা প্যান্ট,
ছেঁড়া ফিতে জুতোজোড়া
এখনও আছে পায়ে পড়া?

কেমনে পারো একটু বলো
কেন তুমি এতো  স্বার্থপর
ভাবনায় বিরতিহীন রেলগাড়ি 
সংসার সন্তান আর ঘর!