ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের বুধবারি বাজারের কৃতি সন্তান আমিনা

ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের বুধবারি বাজারের কৃতি সন্তান আমিনা

বাংলাভাষী ডেস্ক 

 একটা সময় কেবল কাজ আর অর্থের প্রয়োজনে যুক্তরাজ্যে পাড়ি জমাতেন সিলেটের লোকজন। এরপর কালের পরিক্রমায় তাদের উত্তরসুরীরা সেদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকসহ প্রায় সবক্ষেত্রে দারুণসব অবদান রেখে যাচ্ছেন। তাদের উত্তরসুরীদের মধ্যে তেমনি একজন আমিনা করিম। আমিনা করিম সম্প্রতি আমিনা সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে যুক্তরাজ্যে সিলেটের দেশের কৃতিত্ব বজায় রেখেছেন। শুধু তাই নয় শিক্ষা জীবনের প্রায় প্রতিটি ধাপে অসম্ভব মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। এছাড়াও তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে পিএইচডি করছেন বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।
তিনি গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুর করিম শাবলু ও পাপিয়া করিমের মেয়ে আমিনা করিম যুক্তরাজ্যে ব্যারিস্টার হয়েছেন। হাউস অব কমন্সেও তারা প্রতিনিধিত্ব করছেন। হাউস লর্ডসেও ছিলেন বৃহত্তর সিলেটেরই আরেকজন মেধাবী রাজনীতিবিদ ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দিন। শিক্ষাক্ষেত্রেও সিলেটবাসীর অবদান বেশ গুরুত্বপূর্ণ।
সম্প্রতি আমিনা সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেছেন। এর আগে একই ইউনিভার্সিটি থেকে আমিনা এলএলবিও পাশ করেছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়েও আমিনার আগ্রহ প্রচুর। আর তাই বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পিএইচডি করছেন।
এছাড়াও তিনি তার পেশাগত জীবনও শুরু করেছেন। পিএইচডির পড়াশোনার পাশাপাশি হার্টফর্ডশির ইউনিভার্সিটির ভিজিটিং লেকচারার ও সিটি ল’ স্কুলের জিটিএ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সবার দোয়া প্রার্থী।
আমিনা করিমের বাবা আব্দুল করিম শাবলু ও দাদা এলাকার আর্তসামাজিক উন্নয়নে অবদান রেখেছেন।আব্দুল করিম শাবলু মেয়ের এই সফলতার জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন।