ব্রাজিল নকআউটে ওঠায় আমি খুশি- স্কালোনি

বাংলাভাষী ডেস্ক :

ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের শত্রুতা যুগ যুগান্তের। লাতিন অঞ্চলের দুই সেরা দল দুইভাগে বিভক্ত করেছে ফুটবলপ্রেমীদের। দুই পক্ষের কেউ শুনতে পারে না কারো প্রশংসা, যাদের মধ্যে বিতর্ক চলছে এবং চলবে। স্বাভাবিকভাবেই কাতার বিশ্বকাপ এর ব্যতিক্রম নয়। এরই মধ্যেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, ব্রাজিলের ঘরে বিশ্বকাপ চান তিনি!

২০২২ বিশ্বকাপে ইতোমধ্যে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনো গ্রুপপর্বের বাধা টপকাতে পারেনি। বিদায়ের শঙ্কা দূর করার মিশন নিয়ে আগামীকাল পোল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। জিততে বিপদ কাটবে লিওনেল মেসিদের, অন্যথায় তাদের ভাগ্য নির্ভর করবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফলাফলের উপর।

যদি কাল ভাগ্য বিধাতা সহায় না হোন, তাহলে কাদের হাতে বিশ্বকাপ দেখতে চান? মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘ব্রাজিল উতরে যাওয়ায় (নকআউটে ওঠায়) আমি খুশি। কেউ যদি এটা অন্যভাবে নেয়, তা হলে ভুল করবে। প্রথমত, আমি দক্ষিণ আমেরিকার ফুটবলের ভক্ত। তাই আর্জেন্টিনা না থাকলে, আমি অবশ্যই দক্ষিণ আমেরিকার জয় দেখতে চাই।’