বেলজিয়ামকে হারিয়ে মরোক্কোর বিস্ময়

বাংলাভাষী ডেস্কঃঃ

প্রথম ম্যাচে বিশ্বকাপের বর্তমান রানার্স আপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে বড় চমক দেখিয়েছিল মরোক্কো। এবার এফ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও বিস্ময় উপহার দিল এশিয়ার দলটি। ফিফা র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে মরোক্কো।

রবিবার (২৭ নভেম্বর) আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ঝলক দেখায় মরোক্কো। ৭৩ মিনিটে সাবিরি ফ্রি কিকে গোলের পর অতিরিক্ত সময়ে বেলজিয়ামের জাল কাপান আবুখলাল।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে এফ গ্রুপে সবার উপরে উঠে এসেছে মরোক্কো। দুই ম্যাচে এক জয় ও এক হারে তিন পয়েন্ট পাওয়া বেলজিয়াম দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচে বেলজিয়াম ১-০ গোলে হারিয়েছিল কানাডাকে। বেলজিয়ামকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা তৈরি করল মরোক্কো।
বল পজিশনে এগিয়ে থাকলেও গোলের খেলায় ফুটবলে শেষ হাসি মরোক্কোর। প্রথমার্ধেই এক গোল পেতে পারত দলটি। জিয়েচের শটে বল কাঁপিয়েছিল বেলজিয়ামের জাল। তবে অল্পের জন্য অফসাইডে গোলটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মরোক্কোর হয়ে দুর্দান্ত বাকানো ফ্রি কিকে গোল করেন আব্দেল হামিদ সাবিরি। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ৮১ মিনিটে রোমেলো লুকাকুকে মাঠে নামায় বেলজিয়ামের কোচ। ঝলক দেখাতে পারেননি তিনি। উল্টো অতিরিক্ত সময়ে বেলজিয়ামের কফিনে শেষ পেরেক ঠুকেন জাকারিয়া আবুখলাল। ২-০ গোলের স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মরোক্কো।

আগামী ১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে লড়বে মরোক্কো। বেলজিয়াম খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে।