বাংলাদেশের ঘটনাগুলোর উপর বিশেষ নজর জাতিসংঘের

বাংলাভাষী ডেস্কঃঃ

জাতিসংঘের ফ্রিডম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের উপর হামলা ও মৃত্যুর ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে বাংলাদেশের ঘটনাগুলোতে তার বিশেষ নজর রয়েছে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

টুইটে তিনি লিখেন, চলতি বছরের জুলাই থেকে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে হামলা ও প্রাণঘাতী শক্তির খবরে, যার ফলে মৃত্যু ঘটছে, আমি বাংলাদেশের ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি। বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের নিশ্চয়তা দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

আরেকটি টুইটে তিনি লিখেন, আমি ২০২১ সালে শান্তিপূর্ণ সমাবেশের প্রেক্ষাপটে আইন প্রয়োগকারী সংস্থার প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুরূপ রিপোর্টের পর বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করি।

প্রসঙ্গত, ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে নয়াপল্টনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও শতাধিক আহত হন। এ ছাড়া গ্রেপ্তার করা হয় বিএনপির শতাধিক নেতা-কর্মীকে।

এ ঘটনার পরপরই ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইন লুইস এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়াও উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। আমরা ঢাকায় হুমকি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদন নিয়ে চিন্তিত এবং সবাইকে আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এতে আরও বলা হয়, আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মত প্রকাশের মৌলিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ রক্ষা করতে উৎসাহিত করি।