বৈশাখি ঝড়

বৈশাখি ঝড়



ফারজানা আফরোজ

তানপুরাটা মায়াবি সুরে বাজছে,
অদৃশ্য তানপুরার সুর।
চারদিকে মোহিত করা আওয়াজে,
পিন পতন নিঃস্তব্ধতা।

তানপুরাটা বেজায় কালো।
ল্যাম্পের আলোয় আরো উজ্জ্বল।
হঠাৎ কালবৈশাখির ঝড়ে স্তব্ধ তানপুরা।
অদৃশ্য আবছায়া হয়ে কেউ,
রেখে গেল তানপুরাটা।

বৈশাখির ঝড়ে তখন  শনশন আওয়াজ,
গাছের পাতারা দোল খাচ্ছে এদিক ওদিক।
বজ্রপাতের আলোয় উজ্জ্বল গগণ।
গগন বিদারি আওয়াজে স্তব্ধ তানপুরা।
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ,ভেজা মাটির গন্ধ।
বৈশাখি ঝড় থেমে গেল,রয়ে গেল তার তান্ডব।