বিশুদ্ধ কবিতা

বিশুদ্ধ কবিতা


- মাসুমা মেহরুন নেসা

একুশ,
যে ফুলকিমালার স্ফুলিঙ্গে
তুমি সাজিয়েছিলে বাংলা বর্ণমালার পঙক্তি! 
আমার হৃদয়ে
আমার নয়নে
এবং আমার মননে!
সেই পঙক্তিমালা আজ কাঁটাতার হয়ে
বাধা সৃষ্টি করে আমার কথায়
আমার গানে
এবং আমার কবিতায়!

পলাশ ফুলের মালা গাঁথা তো 
সেই কবে শেষ! 
কই ফিরে তো আসলো না
ভাইটি আমার! 
তাঁর তরে একটি বিশুদ্ধ বাংলায়
কবিতা লেখার বড়ো সাধ ছিল আমার!
যে বাংলা কবিতা তার শুদ্ধ উচ্চারণে 
মোহিত করবে আমার আকাশকে
আমার বাতাসকে
এবং আমার সুবাসকে।

একুশ,
পারবে কী তুমি আমায়!
একটা লাল টকটকে পলাশ ফুলের সাথে
একটি বজ্রাহত বিশুদ্ধ বাংলা
কবিতা  লিখে দিতে!