বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ

বাংলাভাষী ডেস্কঃঃ

চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারই ধারাবাহিকতায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিশ্বকাপের খসড়া সূচি পাঠিয়েছে বিসিসিআই।

সক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের এবারের আসরের। সেমিফাইনাল দুটি হবে ১৫ ও ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মাস ১৪ দিনের এই মহাযজ্ঞের। খসরা সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি মাঠে গড়াবে ১৯ অক্টোবর। ভেন্যু নির্ধারণ করা হয়েছে পুনে। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

স্বাগতিক ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ১৫ অক্টোবর আহমেদাবাদে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। ধর্মশালায় ২২ অক্টোবর তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে তাদের গ্রুপ পর্বের লড়াই। ৯ অক্টোবরবিগ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া ৪ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়া লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।