ভোগে নয় ত্যাগেই হোক আত্ম নিবেদন

ভোগে নয় ত্যাগেই হোক আত্ম নিবেদন


আফসানা সিকদার

--ধার করা জৌলুসে যারা জীবন কাটায় , তারা আর যাই হোক প্রকৃত সুখ কাকে বলে সেটা জানেন না। যেমন কোকিল জানে না কি ভাবে ডিমে তা দিয়ে বাচ্ছা ফোটাতে হয়।
আমাদের সমাজে কিছু মানুষ আছেন, যারা শুধুই ভোগ বিলাসি। ত্যাগের মোহিমা তাদের কখনই স্পর্শ করতে পারে না। ত্যাগের মাঝে কতটা সুখ নিহিত সেটা কখনই তারা অনুধাবন করতে পারে না। তারা সদা ব্যাস্ত থাকেন অন্যের হক মেরে কি করে নিজের ভুঁড়ি মোটা করতে হয়। এই ভোগ বিলাসিতায় তাদের মনুষ্যত্ব বিলুপ্ত করে। তাদের কাছে গরীবের বুক ফাটা কান্না কখনই পৌঁছায় না। অথচ, একটু ত্যাগে এজন নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাদের নবীজী বলে গেছেন, তুমি প্রত্যহ ঘুম থেকে উঠে তোমার বাড়ির আশপাশের খোঁজ খবর নেও তাদের ঘরে খাবার আছে কি না, অথবা তারা কোন সমস্যায় পড়েছে কি না। কিন্তু সমাজের এই ভোগবিলাসী মানুষগুলো মুখে ধর্মের খৈ ফোটায়। ভাবটা এমন যেন তিনি মস্তবড় ধার্মিক। তাদের এই মুখোশের আড়ালে থাকে মস্তবড় হীন স্বার্থবাদীতা।
অর্থের মাপকাঠিতে মানুষ কখনই মহান হতে পারে না। মানুষ মহান হয় ত্যাগের মহিমায়।
অসহায় মানুষের পাশে একটু সহানুভূতির হাত বাড়ানোই প্রকৃত মানুষ্যত্বর কাজ।
অর্থ প্রতিপত্তি সব ক্ষণিকের।
অর্থ বিত্তের অহমিকায় যারা নিমজ্জিত, সমাজের অসহায় মানুষ হয়তো তাকে সমিহ করে চলেন কিন্তু মহান আল্লাহর দরবারে তাকে একদিন জবাবদিহিতা করতেই হবে।
তাই অাভিজাত্যের অহংকার নয়,প্রকৃত মানুষ্যত্বের বিকাশ ঘটিয়ে আসুন অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়াই।
আপনার একটু সহানুভূতিই ফোটাতে পারে নিরন্ন মানুষের মুখের হাসি।