ভয়াল সেই রাত

ভয়াল সেই রাত
          - ফেরদৌসী খানম রীনা -
                 
২৫ মার্চ ভয়াল সেই কুৎসিত রাতের কথা গাঁথা আছে হৃদয়ে,
মনে পরলেই দু'চোখ ভরে জলে।
হানাদার বাহিনী করলো সেকি কান্ড!
বাংলার মানুষকে হত্যা করলো ওই সব পাষন্ড।
হানাদার দল কি করলো সেই রাতে!
হাজার হাজার মানুষের প্রাণ নিলো একসাথে।
অকাল প্রাণ নিলো বাংলার নীরিহ মানুষের,
নির্মমতা, নিষ্ঠুরতা মনে ছিল তাদের।
৭ মার্চের ভাষণে বাঙালি জাগলো মনেপ্রাণে,
জীবন দিবে দেশের জন্য প্রতিজ্ঞা করলো মনে।
শপথ নিলো শত্রু তাড়াবে বাঙালি একসাথে,
ভেদাভেদ ভুলে বাংলার মানুষ অস্ত্র নিলো হাতে।
দিনটি ছিল ১৬ ই ডিসেম্বর মাস
বীরত্বে কাহিনী দিয়ে গড়লো এক নতুন ইতিহাস।
বাংলায় গঠন হলো নতুন চিত্র
 বিশ্বের মাঝে লেখা হলো বাংলাদেশ নামক মানচিত্র।
ফেরদৌসী খানম রীনা