ভরা থাক স্মৃতিসুধা

ভরা থাক স্মৃতিসুধা

মহুয়া চক্রবর্তী 

রেখে গেলাম সবার মাঝে আমার স্মৃতি টুকু

আমার যাবার পর কেউ কি 

রাখবে মনে আমায় এতোটুকু।

বাবা-মা আত্মীয়-স্বজন কবেই গিয়েছে চলে

শুধু একা আমি ছিলাম এই ধরা তলে।

আমার ভালো-মন্দের স্মৃতিগুলো

এদিক-ওদিক ছড়িয়ে আছে পরে।

ফেলে যাওয়া আমার স্মৃতি গুলোকে

পারলে রেখো মনের ঘরে।

আমার প্রিয় চাঁপা ফুলের গাছে

একটু দিও জল

নাহলে হয়তো একদিন 

ও যাবে আমার মত মরে।

আর ভোরের বেলার ছাদের

ঐ পায়রা গুলো কে দিও একটু খাবার,

আমার মতন ওরাও যে বড় অভাগা

ওদেরও যে কেউ নেই যত্ন নেওয়ার।

আর পাশের বাড়ির কাকিমা যদি

আমার খোঁজ করে

বলো আমি আকাশ পথে পাড়ি দিয়েছি

ঠিকানা আমার বহুদূর ঐ দিগন্ত পারে।

একটা ছোট আশা ছিল মনে

আমার শেষ যাত্রায়

একটা জুঁই ফুলের মালা দিও আমার সনে।

জীবনযাত্রার চলার পথে যা যা করেছি ভুল

ক্ষমা করো আমায় সবে।

এখন বিদায় জানাই আমি সবার সমীরে

আর কোনদিনও ডাকবো না আমি 

তোমায় ফিরে ফিরে ।