ভারত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে টিসিবি

বাংলাভাষী ডেস্ক::

ভারতীয় কোম্পানির কাছ থেকে আন্তর্জাতিক ভাবে সরাসরি ক্রয় পদ্বতিতে ১ কোটি ১০ লাখ লিটার সোয়াবিন তেল আমদানি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্ষক্রম চলমান রয়েছে।এর কার্ষক্রমে তিন টি পণ্য -সয়াবিন তেল , মসুর ডাল ও চিনি একত্রে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। চলমান ভর্তূকি মূল্যে সোয়াবিন তেল আমদানির কর্মসূচির আওতায় এক কোটি ১০ লাখ লিটার সোয়াবিন তেল কিনছে টিসিবি।

ভারতীয় কোম্পানিটির নাম গ্রিণ নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলাপমেন্ট । কোম্পানিটি ব্রাজিল বা মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা এ সোয়াবিন তেল সংগ্রহ করবে।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় টিসিবি সোয়াবিন তেল আমদানির প্রস্তাবটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাতিত্বে বুধবার অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপিত করা হবে ।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্বতির মাধ্যমে পদ্ধতিতে ভারতীয় কোম্পানি থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হলে এতে খরচ হবে ১৪০ কোটি ৯৯ লাখ টাকা, প্রতি লিটার সোয়াবিন তেলের দাম পড়বে ১৪০ টাকা।সরকার চলতি ২০২৩-২৪ অর্থ বছরে সোয়াবিন তেল আমদানির লক্ষ্যমাত্রা ধরেছে ২৬ কোটি ৪০ লাখ লিটার । এ পর্ষন্ত সোয়াবিন তেল ক্রয়ের পরিমাণ হচ্ছে ৬ কোটি ৬০ লাখ লিটার ।