ভুল

ভুল

শিমুল হোসেন 

ভুলকে যেন বুঝনা ভুল

ভুলই হলো শেখার মূল।

ভুল করেছো

বেশ করেছো,

পুনরাবৃত্তি করো না আর

বন্ধ করো ভুলের দ্বার।

ভুল করেছো যে জন

শিক্ষা নিও সে জন,

ভুলের ওপর করলে ভুল

দিতে হবে অনেক মাশুল।

ভুলটা যদি শুধরে নাও

জানবে ভুলের অর্থটাও,

বারবার যদি ভুল হয়

জীবন হবে পুড়ে লয়।