ভাল আছি প্রিয়তমা

ভাল আছি প্রিয়তমা

শহিদ মিয়া বাহার

আজ এ ক্লান্ত সন্ধ‍্যায় এই টুকু জেনে নাও তুমি

আমি ভাল আছি 

 ভাল আছি প্রিয়তমা!

ভাল আছি 

আমার ভুল আকাশে 

               ভুল উপগ্রহের 

                    ভুল উৎক্ষেপণ নিয়ে,

ভুল নক্ষত্রের 

        ভুল কক্ষপথে

               ভুল গতির ঘুর্ণনে

ভুল শ্রাবণের 

           ভুল বৃষ্টির 

                 ভুল শিহরণে!!

  ভাল আছি প্রিয়তমা!

ভাল আছি লেকের নর্তকী বাতাসের সিঁথিতে গুঁজে থাকা-

তোমার হাসির ঘুম ঘুম ঘ্রাণে!

তোমাকে দেয়া ভুল প্রতিশ্রুতির পাললিক লাবন‍্যে-

আমি ভাল আছি প্রিয়তমা!

তোমার ওড়নার চিকন জমিনে 

বার বার লুকিয়ে রেখেছি যে স্বপ্নছোঁয়া মাঠ

বলবো না----

তার সবুজ স্বাক্ষরে

          তোমাকে উদযাপন করার

আর কোন ইশতেহার লিখা নেই প্রিয়তমা!

সূর্যের বিলাপলিপি ছুঁয়েছে আকাশ

নক্ষত্রপাড়ায় বিপুল উৎসব বিষন্নতার

মেঘগুলো পাখনা উঁচিয়ে ঝরাচ্ছে বৃষ্টি 

                               বেদনার বিভঙ্গে!

আবারো কালপ্রিট বৃষ্টি হবে

মাঝরাতে বিষাদ মেখে বৃষ্টিতে ভিজবো নতুন করে আবার  

যেমন তুমুল ভিজে ভিজে অনড় থাকে 

বেওয়ারিশ কুকুর, ঘাস, তরুলতা---

প্রতিদিন, প্রতিবছর---

আশৈশব বরষায়, বসন্ত, শ্রাবণে--!

খুন হয়ে যাক তোমার লিপিস্টিক ঠোট

                  মেলোডি চোখের কম্পন

পকেটের আগুনে পুড়ে যাচ্ছে রাধা-কৃষ্ণ ভালবাসা-

                                   পুড়ে যাক---

ফুটপাতের সিঙ্গারা প্রেম, গেরুয়া বিস্কিট-

নিদেনপক্ষে এক কাপ চা--

এছাড়া আপাতত আমার আর কোন ভালবাসা নেই প্রিয়তমা!

আর একটু আঁধার হলেই নিশ্চিত গিলে নিতে পারি

সুন্দরী ভাতের মত তোমার মায়াবী আঙ্গুল

                   চকলেট নেল পলিশ

ক্ষুধাগর্জন সমুদ্র সুনামিতে! 

তবু আমি ভাল আছি, ভাল থাকবো-

অবিচল বৈদ‍্যূতিক টাওয়ারের মত!

আজ এই আলোক-বর্ষণ সন্ধ‍্যায় 

এই টুকু জেনে নাও তুমি

ভাল থাকা বড় প্রয়োজন আমার!!