ভালোবাসি

ভালোবাসি

আইরিন মনীষা 

ঘুমুতে পারছিনা আমি....

অবিস্রান্ত ক্লান্তিতে চোখ নুয়ে পড়ে 

রাতের গভীরে হৃৎপিন্ডের টিপ টিপ শব্দ 

নিস্তব্ধ রাতের ঘড়ির কাঁটার শব্দের মতো 

মস্তিষ্কে আঘাত করে।

নিঃসংগ আধারে বোবা যন্ত্রণায় নিষ্ঠুর বেদনায় 

বেচে থাকা মানে কফিনে ঢাকা জীবন্ত লাশ।।

আমার ভালোবাসা.....

তুমি কান পেতে শুনো 

আমরা কেও কেও এমন করেই বেচে আছি

আমি ঘুমোতে পারতাম....

প্রয়োজন হতো না কোন অন্ধকারের 

অথবা....

কোন জোৎস্না রাতের 

আমি বিলীন হয়ে যেতে পারতাম 

চাঁদনী রাতের শ্বেত জোছনায় 

নীল নীলীমার গভীরে ।। 

অথচ, কি আশ্চয্..

তোমাকে মনে পরে বলেই 

ঘুমোতে পারি না 

তুমি শুক্ততারা হয়ে জ্বলো 

তুমি সুখ হয়ে ঘুরে বেড়াও চারপাশে 

কিংবা এক অদ্ভুত যন্ত্রণা হয়ে।  

আমি কেন ভুলতে পারি না

কেন মন কথা বলে মনের সাথে 

আমি অস্থির হই অশান্ত হই 

তবু এক নদীর মতন তুমি আর আমি...... 

তোমার আমার দুই তীর...... 

পলিমাখা মাটির পরশ মনি ছোয়ায় 

আবারো সুর তোলে...... 

ভালোবাসি....আমি ভালোবাসি।