ভালোবাসা এমনও হয়

ভালোবাসা এমনও হয়

তসলিমা লিমা

ভালোবাসা-ভালো না বাসার মাঝখানে যে ধোঁয়াশা

সেইখানে তোমার-আমার বর্তমান আবাস,

তোমার আলোয় তোমাকে ঠিক দেখা হয় না ভালো করে;

অথচ চোখ বুজে

তোমার তলোয়ারের মতো বাঁকা ভ্রুযুগল

অভিমানমাখা ভারী চোখের পাপড়ি

গ্ৰীবার কালো তিল, ছুঁয়ে দেখি।

তোমাকে সেভাবে কাছে টানা হয় না

ভালোবাসি বলা হয় না,

কিন্তু দূরে গেলে-

কাছে পেতে ইচ্ছে হয় খুব,

ভয় হয়, আর না পাই যদি!

তোমার সাথে গল্প করা হয়ে ওঠে না খুব একটা

তবে সারাদিনের ব্যস্ততায়ও

বারকয়েক মোবাইল স্ক্রিনে চোখ রাখি

একটা মিসডকল, একটা মেসেজ;

অপূর্ব কিছু অক্ষর, বড়ো স্বস্তি দেয়।

এই ভালোবাসা-ভালো না বাসার মাঝখানের

ধোঁয়াশাও যে ভালোবাসা-

তা কি তুমি বুঝতে পারো?

তোমাকে একদিন বোঝাব, ভাবি

কিন্তু ঠিক বোঝান হয়ে ওঠে না।