ভালোবাসার প্রহর

ভালোবাসার প্রহর

দীপ্তি রায় 

বিষণ্ণতা নিয়ে বসে থাকা নিস্তব্ধ দুপুরে, 

স্মৃতির পাতা উল্টে চোখের কোণে জল গড়ায়,

আলতো করে ছুঁয়ে যায় চেনা অচেনা মুহুর্ত, 

শোনা যায় কত গোপন চরণ ধ্বনি।

ভালোবাসার যন্ত্রণা বয়ে যায় অন্তর জুড়ে, 

হৃদয় ভাঙার শব্দে চেতনা জেগে ওঠে,

বিশাল শূন্যতার মাঝে দেখা মেলে বিশ্বাসের, 

তাই তো পথ চেয়ে ধারাপাতের প্রহর গোনা।

 

 দ্বিধার আগমন ঘটে ভাঙনের উপত্যকায়, 

দিশেহারা ক্লান্ত মন কখনো হয় বিবর্ণ,

তবুুও আশার সমুদ্র প্রবাহিত- দিগন্তরেখায়, 

গোধূলি বিলাপে সুর জাগে বাউলের গানে।

 চারিদিক সুগন্ধি আতরের সৌরভে মাতোয়ারা,

তবু বন্ধ দরজায় পৌঁছাতে না পারার যন্ত্রণা, 

শেষ প্রান্তে বিশ্বাসের লড়াইয়ে যখন জয়ী----

তখন নিস্তব্ধ বিষণ্নতায় থাক শুধু ভালোবাসা।