মা

মা

 --শেলী হক

তোমার মতো আপন মা'গো

এই দুনিয়ায় কেহ নাই,

চলে গেলে অচিনপুরে

মমতার খোঁজ কোথায় পাই!

নিবিড় ছায়ায় তোমার বুকে

পেয়েছি যে কতো সুখ,

সুখের পরশ পাথর দিয়ে

শান্ত করতে ক্লান্ত বুক।

হতাম যদি চোখের আড়াল 

চিন্তা করতে সারাদিন,

শোধ করিতে পারবো না মা

তোমার মহান ত্যাগের ঋণ।

আমার মুখের মলিনতায়

চিন্তায় ভরতো তোমার মন,

তীব্র ব্যথায় কুঁকড়ে উঠি

পাই না পাশে আপনজন!

মমতাহীন যাচ্ছে যে দিন

পাই'না মা'গো তোমার খোঁজ,

তোমার শাড়ির কাঁথার মাঝে

স্নেহের পরশ খুঁজি রোজ!