মাকে যেমন দেখেছি

মাকে যেমন দেখেছি

হাসান ফরিদ

সে আজ কতদিন--দেখিনি আমার মাকে--

জীবন নামের মেলট্রেনের চাকায়

লোহা-লক্করের ভাঙা চশমায়

দেখতে পাই স্পষ্ট --আমার মাকে;

দেখতে পাই : 

আমার মা দাঁড়িয়ে আছে--সন্ধ্যাবাতির আগে;

নলগোড়া ঝাড়ু হাতে--বাড়ির ঘাটালে

লাউ-শিম গাছের সাদা-নীল ফাঁকে--চোখ তার

আটকে আছে

দেশে ফেরা লঞ্চযাত্রিদের ব্যতিব্যস্ত ভিড়ে,

তার সোনামানিক এলো কি ফিরে? 

দেখতে পাই : 

সেই ছোট্টবেলায়; ছইয়ে ঘেরা নাইয়র নায়ে

মা যেত বাপের বাড়ি--চেনাজানা গাঁয়ের মাঝি--

লাল গামছা বাঁধা আধাপাকা মাথায়; কপালে 

বয়সী বটের ভাঁজ --সিঁদুর কাঠের বৈঠেতে ছলাৎ ছলাৎ শাপলা জলের সে কী কারুকাজ! 

ধু-ধু গ্রামের কোনো বাড়ির ঘাটে বাঁধা --

পাটবোঝাই পানশি নৌকা দেখে--মাকে বলতাম,

             'আর কত দূর--মা?'

মা সান্ত্বনা দিয়ে বলতো,

               ওই যে পশ্চিমে --হোলদে শাড়ি পরনে--

            তোর খালাম্মা--বড়শি পেতে দাঁড়িয়ে! 

ক্ষুধা পেলে মা বৈয়াম থেকে--মোয়া-মুড়কি

তালের পিঠে--বুড়ো দাদির জন্য করা--চালকুমড়োর মোরব্বা খাইয়ে দিয়ে বলতো,

              খাও খোকা! এইতো এসে গেছি!'

মায়ের পানচিবানো পিকের ফাঁকে--বোনদের চিমটি কেটে বলতাম,

              'ওই দেখ, কুমির আইলো, শুশুক আইলো!

ভয়ে ওরা হাঁটু গেড়ে বসে পড়তো--

আমি তখন ঘুণে ধরা বাঁশের আড়ে ঠেস দিয়ে মরাগাঙে--কুচকুচে কালো জেলের ভেসাল জালে

তড়পানো রুপোলি চাঁদা মাছের মাঝে...

আরো মনে পড়ে:

বাঁশের মাচানে পাতা--নারিকেলের শাসের মতো

ফুরফুরে সাদা; কাজির ভাতের টকমিষ্টি ঝালের সাথে--পোড়া বেগুন ভর্তে আর টালা রসুনের

সেকি নির্ভেজাল কুটুম্বিতা ছিল!

মৌসুমি মসুর ডালের পিঠে খেতে খেতে

আচমকা পাথর মরিচ দাঁতে কেটে যখন 

নোনাজলে চোখ ভরে উঠতো--তখন শত কাজের 

মাঝেও--আঁচলে মুখ মুছে দিয়ে 

মিঠাই-মণ্ডা পুড়ে দিতো...

দেখতে পাই : 

চিরাচরিত আষাঢ়ের বাদলদিনে; সাতকন্যের নেমে আসার হোলদে কোটা লগনে--ভিজে চুলায় চাপিয়ে দিত মা; মুগ-মসুর আর কাঁঠাল বিচি--বাড়িশুদ্ধ

ভাজা-পোড়ার তুমুল গন্ধ যখন--আমি তখন কাঠবিড়ালি --নুয়ে পড়া ঢেঁকির শেষে

ছোলা-বাদামের খোলস ছাড়ানোর কাজে.. 

আজ সেই মা তেমনি আছে--শুধু আমরা

ব্যবধান পাতায় সেতুর কাহিনি রচনা করে

সফল নাটকের সহস্রতম মহড়ায়; স্মৃতিকে

চা-কফির শানকি বানিয়ে ; জীবনযুদ্ধের কয়লাখনিতে দক্ষ শ্রমিকের কালো তৈলাক্ত 

 আস্তিনে--সময়ের ছারপোকা নিধনে ব্যস্ত..

[বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা এবং ভালোবাসা ]