মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী  সংগঠক,মরহুম জিল্লুল হকের শোক সভা ও দোয়া মাহফিল লন্ডনে অনুষ্ঠিত।

মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী  সংগঠক,মরহুম জিল্লুল হকের শোক সভা ও দোয়া মাহফিল লন্ডনে অনুষ্ঠিত।

মাহমুদুর রহমান শানুর


মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী  সংগঠক,লন্ডনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ, বহুসামাজিক সংগঠনের প্রথমসারীর নেতা ব্রিকলেন মসজিদের সাবেক সভাপতি, বাংলাদেশ সেন্টারর অন্যতম ট্রাষ্টি ও সাবেক সভাপতি মরহুম জিল্লুল হক সাহেবের শোক সভা ও দোয়া মাহফিল লন্ডনের স্হানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাষ্ট এর উদ্যোগে।ট্রাষ্টের সভাপতি জনাব মুজিবুল হক মনি'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হামজা'র সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর স্পীকার আহবাব হোসেন। সভাপতি মুজিবুল হক মনি'র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন। কোরআন তেলাওয়াত করেন ব্রিকলেন মসজিদের ইমাম মৌলানা সাজ্জাদ মিয়া। বক্তব্য রাখেন কমিউনিটি একটিভিস্ট ও রাজনীতিবিদ সিরাজুল হক। অধ্যাপক ডঃ আবদুল হান্নান। সাবেক ডেপুটি লিডার হেলাল আব্বাস। মরহুম জিল্লুল হকের  পুত্র জিতুজ্জামান হক। লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনমত পত্রিকার প্রধান সম্পাদক নাহাশ পাশা।সাংবাদিক ও কমিউনিটি একটিভিস্ট রহমত আলী। মেজর( অবঃ) মিছবাহ। মামুনুর রশীদ (এমবিই) কমিউনিটি একটিভিস্ট শামসুল হক। সাবেক স্পীকার মিজান চৌধুরী। সাবেক মেয়র সেলিম উল্লাহ। কমিউনিটি একটিভিস্ট এলাইস মিয়া মতিন। তাহের কামালী। ট্রেজারার নুরুল তরুণ প্রজন্মের এক্টিভিষ্ট আনোয়ার খান। জান্নাতুজ্জামান।নেপুর আহমদ। ফয়েজ আহমেদ। মনোয়ার কামালী। আব্দুস শহীদ। আজম আলী।সবাই জিল্লুল হক সাহেবের বর্ণাট্য জীবন নিয়ে আলোচনা করেন।দীর্ঘ জীবনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনের একজন পথিকৃৎ ছিলেন। সততা নিয়ে জীবন উপভোগ করেছেন।একসময়ের বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাঙালির বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কমিউনিটির কাজ কাজ করে গেছেন।মানুষের জীবন মান উন্নয়নে যথেষ্ট ভুমিকা রেখে গেছেন।বাংলাদেশ সেন্টার ও ব্রিকলেনের মসজিদ সহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান কমিউনিটির মাঝে সারা জীবন স্বর্ণের অক্ষরে লেখা থাকে। তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বক্তারা। তাঁর ধ্যান জ্ঞান ছিল বাঙালি জাতির উন্নয়ন। সুন্দর সমাজ গঠনে তার ভুমিকা অতুলনীয় ছিল। সবার দাবি হলো জিল্লুল হক সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টাওয়ার হ্যামলেটসে কোন ভবন কিংবা রাস্তার নামকরণের জোর দাবী জানিয়েছেন বক্তারা। তাঁরই পরিপ্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটস এর স্পীকার আহবাব হোসেন ও একমত পোষণ করছেন। সবার দাবী অনুযায়ী চেষ্টা করে যাবেন বলে আশ্বস্ত করেছেন।দোয়া পরিচালনা করেছেন ব্রিকলেন মসজিদের ইমাম মৌলানা সাজ্জাদ হোসেন।