মেঘলা আকাশ দিনে (ছোট গল্প )

মেঘলা আকাশ দিনে (ছোট গল্প )
আব্দুল রাহাজ 
সকাল থেকেই আকাশের মুখ ভার । বেলা বাড়তেই চারিদিকে কালো মেঘ ছেয়ে গেছে। সূর্যি মামা তার চির সৌন্দর্যের আলো আজ একটু বিশ্রাম নিয়েছে কিংবা কালোমেঘের কোন অতলে হারিয়ে গেছে। শেখদের বেশ আনন্দ আজ কারণ আজকে স্কুল যাবেনা। বেলা বাড়তেই ঝমঝম করে বৃষ্টি নামল চারিদিকে মুষুলধারে চারিদিকে ঠান্ডা হিমেল বাতাস বয়ে চলেছে। সেখ ও তার বন্ধুরা ঠিক করলো আজ বামুনদের মাঠে ফুটবল খেলা করবে বৃষ্টির জলে। তখন বৃষ্টি ঝিরিঝিরি  হচ্ছে সেই সময় আকাশে কালো মেঘ ছেয়ে গেছে তারি মাঝে ওরা হইহই করে বৃষ্টির জলে সেখ ও তার বন্ধুরা মিলে ফুটবল খেলতে আরম্ভ করেছে। বেশ আনন্দ হয়েছিল মেঘলা আকাশে দিনে ওদের। তারপর বাড়িতে এসে খিচুড়ি আর মাছ ভাজা খেয়ে গল্পের বই পড়তে পড়তে দুপুরবেলা কখন যে ঘুমিয়ে পরল সেখ তা সে বলতেই পারে না। সন্ধ্যা বেলা উঠে দেখে তখনও বৃষ্টি পড়ছে মায়ের হাতের সুস্বাদু হালুয়া খেয়ে সন্ধ্যাবেলা ঠাকুমার কাছে গল্প শুনতে বেশ ভালো লাগছিল সেখের তারপর খাওয়া দাওয়া করে নিজের ঘরের আলো নিভিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু মেঘলা দিনের আকাশে শেখ বেশ মজা করল সেদিন যা ওর কাছে উজ্জল স্মৃতি হয়ে থাকল।